কাভী (প্রাইমারী স্কুল বন্ধু)

জীবন একটি ময়দান,
যেখানে জীবন যুদ্ধে জয়ই শেষ কথা,
ভোরের স্বপ্নগুলি রাতের একাকীত্বে নোঙর ফেলে,
জীবনের প্রতিটি স্পন্ধন যেখানে স্বপ্ন সুখের নীড়ে ফেরার চেষ্টা,
জীবন.......
অন্ধ চোখে দেখতে শেখায়,
অসমর্থ পায়ে হাটতে শেখায়,
ভাঙতে শেখায় নিজেকে বারংবার,
জীবণ মানে এমন কিছু কষ্ট যা চেপে রাখা যায় না,
একা পথে চলতে চলতে বাচতে শেখা,
নিজেকে নতুনভাবে চেনা,
নিজেকে অনুভব করা...........