নিজেকে নিজে বিশাল ভাবার মধ্যে কোন বড়ত্ব নেই,
নিজেকে তো তারাই বড় ভাবে যার পরিধী সীমিত এবং সেই সীমিত পরিধী জুরেই শুধু তারই অস্থিত্ব ।
বড়ত্ব বলতে আসলে কিছু নেই, কেবল শুধু এক প্রকার অনুভুতি যা তোমার বিশালতা গুলোকে সংকির্ণ করে দেয় ।
নিজেকে তো তারাই বড় ভাবে যার পরিধী সীমিত এবং সেই সীমিত পরিধী জুরেই শুধু তারই অস্থিত্ব ।
বড়ত্ব বলতে আসলে কিছু নেই, কেবল শুধু এক প্রকার অনুভুতি যা তোমার বিশালতা গুলোকে সংকির্ণ করে দেয় ।