প্রত্যেকটা মানুষই ব্যাতিক্রম

এই পৃথীবিতে প্রত্যেকটা মানুষই ব্যাতিক্রম, কেও কারো মত না ।
আপনি আমার মত নন । আর আমি আপনার মত নই, আমি আমার মতই ।
তারপরও অপরিচিত মানুষ পরিচিত হয়, কাছের বন্ধু হয় ।

কত কিছুই না পারে মানুষ । অসাধ্যকে সাধন করা, সহজ কিছু কঠিন করা ।
জানা অজানা ভুল করা, সেই ভুল আবার সুদ্ধ করার প্রয়াস ।
তবেই না আমরা মানুষ । তবেই না আমরা সৃষ্টির সেরা জীব ।