আলো আসবেই

মানুষ পরিবর্তনশীল ।
আর তাই আমাদের মানবসৃষ্ট সমাজটাও পরিবর্তনশীল ।
আমরাই আমাদের সমাজকে পরিবর্তীত করি নানা রঙে, নতুন নতুন নিয়ম কানুনে ।
মানুষ পরিবর্তীত হয় কেবল তখনই যখন মানুষ মানুষের সংস্পর্ষে যায় ।

ভাল মানুষ এর সংস্পর্ষে গেলে আমরা ভাল কিছু শিখি ।
চলুন আমরা ভাল কিছু শিখি ভাল কিছু করি ।
আজকে আমাদের ঘর কালকে আমাদের গ্রাম ।
একদিন আমাদের সমাজ ।
আলো আসবেই.......