শৈশবের বিশাশ বিস্তির্ণ মাঠটাও যেন আজ সংকির্ণ

আমরা যতই বাস্তবতার সন্নিকটে যাচ্ছি পৃথিবীটা ততই ছোট হয়ে আসছে ।
শৈশবের বিশাশ বিস্তির্ণ মাঠটাও যেন আজ সংকির্ণ ।
ইচ্ছে করলেই মুক্ত নিশ্বাস ফেলা যায় না ।
বাধ ভাঙা দৌড়ে নাড়িকেল গাছ স্পর্ষ করে খেলা যায় না গোল্লাছোট ।
কারণ পৃথিবীটা আজ ছোট হয়ে গেছে ।
সেই পৃথিবীতে নাই কোন নারিকেল গাছ কিংবা বিস্তির্ণ খোলা মাঠ ।

শৈশব কালের  বন্ধুদের কাছ থেকেই বন্ধুত্ব করতে শেখা ।
একতার বাধন ভেঙে বাস্তবতার টানে সবাই হচ্ছে বিচ্ছিন্ন ।
নতুন পথ ধরে গন্তব্যের উদ্দেশ্যে শুরু করি নব্য যাত্রা ।
সেখানে আবার নতুন মানুষদের নিয়ে গড়ে তোলি আর একটা নতুন পৃথিবী ।
সেটাও এক সময় কালের গর্ভে হারিয়ে যায় ।
এটাই বাস্তব আর এটাই বাস্তবতা ।