তিন

তিন খুব শক্তিশালী সংখ্যা ।
তিন-এ আছে আমি তুমি এবং সর্বশক্তিমান তিনি ।
সে জন্যই ত্রিভুন, ত্রিকাল এবং ত্রিসত্যি ।
কবুল বলতে হয় তিন বার ।
তালাক বলতে হয় তিন বার ।
পৃথিবীতে রংও মাত্র তিনটা ।
লাল নীল এবং হলুদ ।
বাকি সব রং এই তিনের মিশ্রণ ।

__আজ হিমুর বিয়ে
__হুমায়ূন আহমেদ