আড়ালের অনুভুতি

আনাম অনেক ভীতু ছেলে । প্রেম নিবেদনে করার জন্য সে ভেতরে ভেতরে অনেক রুমান্টিক ।
কিন্তু ভাললাগা থেকে সৃষ্টি হয়েছে যে মানুষটার প্রতি তার দূর্বলতা তাকে বলার সাহস সে রাখে না ।
কোনদিন বলতে পারবে কিনা, তাও সে জানে জানে না, হয়তাবা আড়াল থেকেই সে ভালবেসে যাবে ।
আনাম খুব লাজুক প্রকৃতির ছেলে সে সহজে মেয়েদের দিকে তাকায় না । মেয়ে জাতীটাকে সে খুব
সম্মানের দৃষ্টিতে দেখে । আনামের জীবনের প্রথম প্রীয়সী নুহাম । নুহামকে সে অনেক ভালবাসে ।