৩৫ বছর পরেও ভালবাসার মানুষটার জন্যে চোখের কোনে জল

হাস্যজ্বল একজন মানুষ । বয়স তার ৬০ পেরিয়ে, জীবন সংসারের হিসেব চুকিয়ে নিজেকে নিয়ে ভালই আছেন । বোনের বাড়ির বাসার দাড়োয়ান হিসেবে কর্মরত আছেন । সময় কাটানোই এখন তার উদ্দ্যেশ্য বলা চলে।

মিশুক ও মজার মানুষ । তাই তার সাথে আমার সখ্যতাও বেশ ভালই হয়েছে । বাসার ঢুকার সময় লম্বা করে একটা দাড়িয়ে সালাম প্রদর্শন আমাদের বন্ধুসুলভব সম্পর্কের এক নিদর্শন ।

............................................................................................ লিখা হবে গল্পটা