নগরের দূরুত্ব

অনেক দিন যাবৎ দেখা হচ্ছে নাহ আমাদের ।
যদিও আমরা আছি এই নগরীতেই ।
রুটিন মাফিক কোন না কোন ইট কাঠের কোনে ।

ফেইসবুকের গ্রুপ কলে আলাপ হচ্ছে অনেক দিন পর ।
এক বন্ধুর প্রস্তাব, চল আমরা কোন একদিন একসাথে মধ্যাহ্নভোজ অথবা নৈশভোজ করি ।

কোন দিন করা যায় ? কোথায় করা যায় ?
কারো অভিমত শুক্রবারে মধ্যাহ্নভোজ, কারো নৈশভোজ ।
আবার কারো কারো শুক্রবারের বিশ্রাম দিবস বিসর্জন দিতে কিছুটা অনিহা  (কান্ত শ্রমিক) ।
কারো ইচ্ছা বৃহস্পতিবারে সবার কর্মদিবস শেষে ।
কেউবা চাইল তার তার আবাসস্থল থেকে সীমিত দুরত্বে ।

সবার কথা সমিহ করে সমাধানটা আসলে যেমনটা হওয়া উচিত........
নির্ধরিত একদিন অনলাইলে সবাই যার যার খাবার অর্ডার করে দিই।
তারপর সবার খাবার পৌছে গেলে সবাই ভিডিও কলে একসাথে খাওয়া দাওয়া ও আড্ডায় জমে গেল ।
হয়ে গেল গেল গেটটুগেদার ।