জীবন কি? ভালবাসা কি? আমার প্রিয় বন্ধু কে? বন্ধুত্ব কি?

জীবন কি?
- যাদের হাসিমাখা মুখগুলা দেখলে বাচঁতে ইচ্ছা করে, তাদের হাসিমাখা মুখটার কারণ হয়ে বাচাঁর নামই আমার কাছে জীবন ।


ভালবাসা কি?
- আমার কাছে ভালবাসা মানে আত্মত্যাগ ও আস্থা । স্বার্থপর না হয়ে আত্মত্যাগ করা ।  যে মানুষটাকে ভালবাসি ওই মানুষটার আস্থা ও বিশ্বাসের জায়াগা হওয়া, মানুষটা যেন নির্ধিদ্বায় ভরসা করতে পারে । এবার সে যেই হওক বাবা-মা, ভাই-বোন, বন্ধু, শুভাকাঙ্খী কিংবা প্রিয়জন ।


আমার প্রিয় বন্ধু কে?
- আমার প্রিয় বন্ধুতো তারাই যাদের মধ্যে সৎ ব্যাক্তিত্ব ও শুদ্ধ মানুষিকা বিদ্যমান ।

বন্ধুত্ব কি?
- রক্তের সম্পর্কের পরও আমরা একটা সম্পর্ক গড়ে তোলি, আর সেটা হল বন্ধুত্বের সম্পর্ক ।