তথাকথিত আধুনিক সমাজ ।

তথাকথিত আধুনিক সমাজ । তথাকথিক আধুনিক হওয়া থেকে সভ্য ও সৎ হওয়া উত্তম ।
আজ যদি আমরা আধুনিক হওয়ার আগে সৎ হতে শিখতাম, তাহলে নি:সন্দেহে এত  দুর্নীতি দেখতে হইত নাহ । 

আজ আমরা ক্ষেত্র বিশেষে আধুনিকতার অজুহাতে ধার্মিকতার থেকে দূরে সড়ে যাচ্ছি ।
ধার্মিকতো তাকেই বলে যে যথার্থ ধর্ম পালন করে, তাই ধার্মিকের সঙ্গা খুঁজতে হলে যেতে হবে ধর্মের কাছে ।

ধর্মের প্রকৃত প্রভাবে মানুষ ধার্মিক হয়, আর তাই সুন্দর একটা সমাজের জন্য ধর্মের প্রভাব আবশ্যক ।